আমি খুঁজেছি তোমায়,
আমার প্রেমের বারান্দায় মনভুলা প্রত্যাশায়
নির্জন রাতের নিরালায় শূন্য কার্নিশে দাঁড়িয়ে
একা বিছানায় ভাঁজ পড়া চাদরের দংশনে
দেয়াল ঘড়ির টিক্ টিক্ শব্দের অব্যক্ত আর্তনাদে।


আমি খুঁজেছি তোমায়,
রূপালী প্রভাতে শিশির সিক্ত কৈলাসী কলতালে,
জীবনের ক্লান্ত পথে তপ্ত সোনালী রোদে ভিজে,
দমকা বাতাসের দাপটে এলোমেলো চুলে,
ঢলে পড়া হলুদ বিকেলের মিহি আধো ছায়ায়।


আমি খুঁজেছি তোমায়,
ডাহুক ডাকা সন্ধ্যায় শান্ত কাশবনের তীরে
জ্যোৎস্নার নৃত্যে কূলে উপচে পড়া ঢেউ-এর বুকে,
দিগন্তের মৌনতায় হারানো বিহঙ্গের ডানায়,
এক গুচ্ছ জোনাকির স্নিগ্ধ আলোর শুভ্র মিছিলে।


আমি খুঁজেছি তোমায়,
ওই আকাশের তারায় তারায় নক্ষত্রের আল্পনায়
পাহাড়ের ঘন সবুজে লেপ্টে থাকা আবিরে
সুমুদ্রের নীলাভ জলে সূর্যাস্তের মিলন মোহনায়
সুদূর মেঘমালার দেশে ময়ূরের মনোহর পেখমে।
________________
১৬ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®