অনেক বার ভেবেছি জীবন নিয়ে একটি কবিতা লিখবো,
লিখবো সময়ের অশ্বক্ষুর-এর শূন্যেধাবনিত ধুলোয়,
মিশে যাওয়া মলাটহীন অতীতের আধো মুছে যাওয়া গল্প,
যেখানে শব্দরা এসে থেমে যায় কল্পনার বদ্ধ দ্বারে।


কবিতার শব্দরা হারায় অমাবস্যার গভীর কালো আঁধারে
নিভৃত সময়ের চাদরে মুখ ঢেকে হাসে নীরবতা'র পাখি,
অযথা'ই কলম চলে জীবনের কোরা কাগজের বুকে,
নির্বাসিত দৃষ্টিতে নির্বাক চেয়ে থাকে কালিহীন শূন্য মস্যাধার।


নিঃশব্দে হারিয়ে যায় অস্তিত্বহীন জীবনের পঙক্তিমালা
বাকরুদ্ধ শব্দের মিছিলে নিব ভাঙা কলমে রচিত হয় অবাক
ব্যর্থতার ইতিহাস, শব্দরা থেমে যায় বিচিত্র খেয়ালে,
বিচ্ছিন্ন কিছু বিষণ্ণতা এসে দাঁড়ায় উদ্ভ্রান্ত ধোঁয়াশা উল্লাসে।


সোনালী ফ্রেমে বেঁধে কিছু প্রভাহীন ক্লান্তির প্রতিচ্ছবি
জীর্ণ দেয়াল বন্দী করে জীবনের ধুলো মাখা অভিধান  
আমি জানি হৃদয় রহিত শব্দের পথে হাঁটতে'ই হবে আমাকে  
তবুও অব্যক্ত কবিতার শূন্য পাঁজরে অঙ্কিত হবে'না কিছুই।


নির্লিপ্ত ছন্দের জাদু কখনো'ই ভাসবেনা সুদীপ্ত ইথারে
জীবনের চতুর্দোলে চড়ে অস্তগামী সূর্যের রক্তিম আভায়
একটি একটি করে বাক্য মিশে যাবে সময়ের শব্দের ভাণ্ডারে
জীবন খাতার চিরন্তন অপ্রিয় সত্য কবিতা রবে অলিখিত।
________________
২২ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®