স্মৃতির চেয়ে প্রাচীন কোন সুখ নেই জীবনে
এইতো সেই দিনের কথা,
কোলাহলপূর্ণ উজ্জ্বল শহরের নিভৃত দ্বারে
আমি দাঁড়িয়েছিলাম চুপচাপ অবসরে
হাজারো বাসনার প্রতিধ্বনী নিয়ে হৃদয় অলিন্দে।
সময়ের অবাক চিহ্নিত পথের বাঁকে বাঁকে
চৈতের উদাসীন বিষণ্ণ পবনের বুক ছিন্ন করে
এক সমুদ্র প্রত্যাশা নিয়ে
টোকা দিয়েছিল ফিরে আসা আনন্দরা
ক্লান্ত জীবনের নিস্পৃহ নিভৃত দ্বারে
অনুবন্ধী মৌনতার সাথে গভীর মিতালী করে।
যেমন দিনান্তের অবসাদ কুড়িয়ে
পাখিরা শান্তি নীড়ে ক্লান্তির যবনিকা টানে
সুখ রাত ফুরানো শেষে
উদিত প্রভাত সূর্যের রক্তিম উঠোনে।
একমুঠো নতুন স্বপ্ন হাতে নিয়ে
যেভাবে প্রতি প্রভাতে জেগে উঠে রবি
নব জীবনের নবীন প্রত্যাশায়
এক নিরবিচ্ছিন্ন ভালোলাগার জন্ম হয় সেখানে
প্রাণোজ্জ্বল হয়ে উঠা আপন সত্ত্বায়।
অতীত ভালোলাগা এ'ভাবেই স্মৃতি রেখে যায়
স্বর্গীয় অনুভূতির অপরূপ সৌন্দর্যের সীমানায়।
_________________
রচনা : গভীর রাত ১২.২৫ মিনিট
২৭ এপ্রিল শনিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®