যদিও আজ ছুটির দিন নয় তবুও মনে আশা ছিল আসবে
তুমি আসবে ফুল নিয়ে হাতে জড়াবে গভীর আলিঙ্গনে
অপেক্ষার প্রহর কাটেনা কিছুতেই
উফ কখন  যে তুমি আসবে
ধীরে ধীরে দিনের মিহি আলো আরো ঘন হতে লাগলো
অপেক্ষায় এপাশে ওপাশে দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা
গভীর হলো অপেক্ষার নিরব প্রহর
জমে আসলো অশ্রু হয়ে কিছু প্রত্যাশা
অপেক্ষার দহন সহ্য করতে করতে নিরুপায় হলাম
বিষন্ন মনে একা একা নির্জনে কথা আনমনে
তুমি আস যদি এই ক্ষণে দেখবে কষ্ট আমার ভেজা নয়নে
কেটে গেল আরো কিছু অমুল্য সময়
হয়তো আর আসবেনা জীবনে ফিরে এই প্রহর।


হঠাৎ কড়া নড়লো নিভৃত দরজায়
ভাবি মনে মনে এই বুঝি শেষ হলো অপেক্ষা
তোমার নিঃশ্বাসের ঘ্রাণে ভরে গেলো চারিপাশের বাতাস
ভালোবাসার অভিমানে সিক্ত হলো চাছারিপাস
অভিমানী স্বরে জিজ্ঞাসা একটাই
এই হলো সময় হলো আমার কাছে আসার  
জানি যদিও ছিল না প্রতিজ্ঞা
ছিলো শুধুই মনে বিঃশ্বাস তুমি আসবেই
কোথায় ছিলে তুমি এই মধুর লগনে,
ফোটালে কার মুখে হাসি আমার গোপনে,
অভিমানী অশ্রুর আল্পনা আঁকি হাতের আঁচলে
একগুচ্ছ ফুল দিয়ে হাতে আদর ভরা নয়নে,
লক্ষী সোনা আর হবেনা এমনটি জীবনে।


বললাম একটু ভারী স্বরে স্পর্শ করবে না আমায়
আমার মধু অভিসার মিছে হলো আমার শুধু তোমার কারণে
অনেক আদরে,অনেক মায়ায়, জড়িয়ে ধরে আমায়,
দিলাম না আমিও বাধা একটুও সেই লগনে
ছিলাম আমিও এই ক্ষণটুকুর অপেক্ষায়
ভরে উঠিল মন প্রাণ ভালোবাসার অফুরন্ত আনন্দ স্বাদে
প্রেমের মধুর অভিসার হলো পূরণ,
চোঁখের জলে ভালোবাসার অঢেল অভিমানে
একান্ত তৃপ্ত আলিঙ্গনে গালে হাত রেখে চুমোর অভিযানে।
___________________
রচনা :একাকী সকাল ৯.২৫ মিনিট
৯'এ জুন বুধবার ২০১৫ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®