কৃষ্ণচূড়ার আবীর মাখা বৈশাখী হাওয়ায়
কত রঙের ফুলেরা পাঁপড়ি দোলায়
প্রাণ মাতোয়ারা করা প্রকৃতির আয়োজনে
প্রেম নামের অবন্ধনী ঘুড়ি উড়ছে
কত কামনা প্রাপ্তির ছলাকলা নিয়ে মন আকাশে।


অগ্রমূখীতায় নব প্রেমের অলীক প্রতিশ্রুতি
শতাধিক চুম্বনের উপসংহার টেনে
মাতাল প্রনয়ণীর মাঝরাতের ভালোবাসায়
এ প্রেমের প্রলয় মেঘে ধ্বংস নিশ্চিত
নৈঃশব্দে খোলস ভাঙ্গা নির্বোধ অতৃপ্ত আনন্দে।


সময়ের ব্যর্থতার অনলে পোড়ে মনতরী
জীবনের দগ্ধকরণ স্মৃতির অন্তরালে  
হৃদয়ের বেষ্টনী ঘিরে নীল কষ্টের পরিসর
কাজল ভেজা নয়নে আঁকা ছবি নিয়ে
প্রেমের মাপকাঠি খুঁজে উষ্ণ আঁখির উন্মিলনে।  
_________________
রচনা :সোনালী দুপুর ১.২৫ মিনিট
২৯'এ জুন মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®