তুমি কি জানো প্রিয়তমা!!
কেন কাননে ফুল ফোটে সকাল সন্ধ্যায়
সোনালী সূর্যের বুকে মেঘ কেন এসে জড়ায়    
কেন উঠে রূপালী চাঁদ ঐ রাতের পাঁজর চিরে
কেন নদীরা ছুটে যায় সমুদ্রের নীলাভ মোহনায়
সাগরের ঢেউগুলো উপচে পড়ে কেন সৈকতে সুখে।


তুমি কি জানো প্রিয়তমা!!
কেন প্রজাপতি উড়ে বেড়ায় পুষ্পে পুষ্পে
ফাগুনের মাতাল হাওয়া মনে ছন্দ জাগায়
রাতের তারাগুলো মিটি'মিটি আলো ছড়ায়
জোনাকিরা কিসের মায়ায় উড়ে বাতাসে বুকে
রাতের নির্জনতায় কেন মন উদাসীন নীরবতায়।


তুমি কি জানো প্রিয়তমা!!  
ঐ চাঁদ কেন নৃত্যে মগ্ন হয় দীঘির জলে
ঝিঁ'ঝি পোকার নূপুর ছন্দে কেন মন হারায়  
পাখিরা মিষ্টি মধুর সুরে ঐ প্রভাতী গান গায়
স্নিগ্ধ শিশিরের ফোঁটা কেন মনে তৃষ্ণা জাগায়
বাউল গানের সুর কেন মনকে দোলা দিয়ে যায়।


তুমি কি জানো প্রিয়তমা!!
হৃদয় স্পন্দনে দোলা দেয় কেন প্রেমের গান
বাউলের একতারার তালে মন করে আনচান
কেন এভাবে রাখালের বাঁশি টানে নিজের প্রতি
পদ্মফোটা দীঘির মাঝে কেন ঐ ভ্রমর করে গুঞ্জন
কারণ অদৃশ্য প্রেমের সুতোয় বাঁধা আমাদের দু'মন।
____________
রবিবার ২৬ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Sunday 10 September 2017 খ্রীস্টাব্দ
Al-Ahaad ১৯ জিলহজ্ব 1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®