(ষটপদী)


তোমার ঠোঁটের কালো তিল অবলা,
প্রতি মুহূর্তে করে সে আমায় উতলা।
বাকরুদ্ধ নয়নে শুধুই চেয়ে থাকি,
নৈঃশব্দের ক্যানভাসে স্বপ্ন আঁকি।
বুঝতে পারি ঠোঁটের ঐ তিলের মানে,
প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে রূপ কাননে।
_____________
রচনা রাত ১০.৫০
১৬ এপ্রিল ২০১৯
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®