সময় পেরিয়ে যাচ্ছে,
একটি একটি করে ফুরিয়ে আসছে জীবনের দিনগুলো,
বহু প্রতীক্ষিত অমূল্য দিন।
সেদিন প্রেম এসে বলে গেলো,
আর খুব বেশি দেরী নেই,
বড়জোর দুই কি তিন ফাল্গুন।
অনেক কঠিন লেগেছিল কথাগুলো,
কিসের কথা বলেছিলো প্রেম?
তবে কি আমার জীবন ফুরিয়ে এসেছে?
মরণ ঘটছে আমার স্বপ্নের? তাইবা কি করে হয়?
বহু সাধ যে অপূর্ণ রয়ে গেছে,
অপূর্ণ রয়ে গেছে আজো বহু স্বপ্ন।
আজ কাল প্রতিটি মিনিট,
প্রতিটি সেকেন্ড মনে করিয়ে দেয়,
তোমার সময় শেষ হয়ে আসছে ধীরে।
সময়ের ঠাণ্ডা শীতল চোখে জেগে উঠে
নির্দয় অর্থহীন এক সহানুভূতি।
আবারও ভাবি এই'তো বেশ,
এই'তো ভালো।
কেউ বুঝবে'না, কেউ জানবে'না,
হঠাৎ একদিন রওনা দেব নিজের পথে।
যখন গোধূলিলগ্নে দক্ষিণা বারান্দায় এসে দাঁড়াই
একাকী বলি নিজের সাথে আনমনে  
দিনের এই অন্তিম লগ্নের মতই একদিন হারিয়ে যাবো,
আর ভাবি, সময় পেরিয়ে যাচ্ছে,
একটি একটি করে ফুরিয়ে আসছে জীবনের দিনগুলো,
বহু প্রতীক্ষিত অমূল্য দিন।
__________________
রচনাকাল: স্তব্ধ সন্ধ্যা ৯.৪৫ মিনিট
১২ এপ্রিল সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৯-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত