নির্জন ঘর কোথাও কেউ নেই
শুধুই শূন্যতায় বসবাস
একাকীত্বের সাথে কত কথা হয়
দেয়ালের কারারুদ্ধ স্বর্গীয় সুখের অলিন্দে
আমাকে নরকের ভয় দেখিয়ে কোনই লাভ নেই
আমার স্বর্গ সুখ এখানেই বন্দী
চূণমাটির প্রলেপিত নরকে।
মেঝেতে পড়া কিছু
আধো ছেঁড়া কাগজে দৃষ্টিহীন বিচ্ছেদে।  
শরতের নিষ্কলুষ চাঁদের জোৎস্নায়
মোহিত গোধূলিত বাঁশিতে
দুঃস্বপ্নের ভাঁজে নৈশব্দের গাঢ় নিকষ নীরবতার।

জীবন মরীচিকার বিভ্রান্ত হাতছানি
সুখ বিলাস ঝংকারে
কল্পলোকের স্বপ্নীল করিডোরে স্মৃতি চিহ্নের বাসরে
সম্পর্কের ভারসাম্যহীন এক নির্দয়
অতীতের গভীর দীর্ঘশ্বাসে হারিয়ে
নির্বাত আস্তরণে ঘেরা উদাসীন স্বপ্ন ঘোরে তলিয়ে,  
বিষণ্ণতার কঠিন আঁধারে হারিয়ে যায়
জীবনের বলিরেখা।
হেয়ালি অভিমানগুলো পড়ে থাকে
নীরবের সীমারেখায়,
অস্তগামী সূর্যের আবিরে ভেসে যাক
জীবনের অনিন্দ্য সব সাধ বাসনাগুলো  
অন্তনীল হেমলকের শিহরণে আমিত্বের বিশ্বাসী গহীনে
সজ্জিত হোক আমার স্বর্গ
বিস্তীর্ণ প্রাত্যহিক অলীক প্রণয়ে।
________________
০৫ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®