দুর্বৃত্ত প্রেম ভাসিয়ে নিয়ে যায় সীমাহীন বাস্তবতার দূরত্বে  
সুতানলি সাপের মতন গলায় থাকে ঝুলে আহ্লাদে
প্রাপ্তির ঋণ বাড়তে থাকে ধীরে ধীরে,
হৃদয় আটকা পড়ে মায়াবী মধুর কথার মায়াজালে  
স্বার্থের বীজ বোপিত হয় গভীর কামনার রঙে।


যখন দ্রুত কেটে যায় স্বপ্নালু প্রহর নির্বাক আবেশে ভেসে
ঘোর ভাঙায় প্রতিবেশী এসে বন্ধনের তল্লাসে
কাঁটাতারের বেড়া তুলে তাকায় নিষ্পলক নয়নে
এ'কি জীবনের কোন পদদেশে এসে এভাবে
সীমানার বিতর্কে জড়িয়ে পড়ে নিমিষে।


চেয়ে দেখে কোন দানাপানি নেই সাপুড়ের ঝাঁপিতে আজ
বিষদাঁত ভেঙ্গেছে কবেই এক একটা করে,
তবুও ঐন্দ্রজালিক ফণা তুলে ফোঁস ফাঁস করে।
লালা গড়িয়ে পড়ে গভীর ক্রোধে প্রতিশোধের দাঁতে
কামড়ে খায় গোটা অস্তিত্ব নির্দ্বিধায় একে একে।


নির্জলা সত্য জ্বলছে সতর্ক প্রহরায় আদিম কাল থেকে
কারো কোন ক্ষতি না করেও সে আজ কাঠগড়ায়  
নির্বাক প্রণয় দাঁড়ায় এসে হাতে নিয়ে অতৃপ্তির খাতা  
ছিনিমিনি খেলার পুতুল কেবলই হাত বদলায়
এ'বুক থেকে অন্য বুকের উষ্ণতায়।
___________________  
রচনাকাল:শুভ্র সকাল ১০.৪০ মিনিট
১৩ ডিসেম্বর সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৮-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
৯-জামাদিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত