একটি লাল গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি
স্বপ্নঘেরা বন্ধ দরজার এপারে
চোখের অলিন্দে সুবাস ছড়ানো মিষ্টি হাসি নিয়ে,
খিলখিল মেঘ বালিকার আঁচলে জড়াবো
মধুমল্লিকার স্বর্গসুখে ঘেরা অনিন্দ্য বাসরে
বালুকাবেলার চিকচিক উল্লাসে
এলোমেলো চুল আঙুলে বিলি কেটে
সাঁঝকন্যা মালতির ডালি হাতে ধূপশাড়ি পরে
উষ্ণতার নিঃশ্বাসে তপ্তকাঞ্চনের ভাঁজ খুলে
পূর্ণ করতে সাত জন্মের সার্থকতা।


এসো এসো তুমি সাড়া দাও নীরবে
আবেগের শেষ অবগাহনে একমুঠো ভালোবাসা হয়ে  
নিবিড় স্পর্শে ছুঁয়ে যাও একান্ত আদরে
খোলো তুমি হৃদয়ের রুদ্ধদ্বার
চেয়ে দেখো আছি উদ্ধাহু বাড়িয়ে
মনের গভীরে একাকির পূর্ণাঙ্গ সাধ নিয়ে,
জানি, আবার শুরু হবে অনিন্দ্য কালের সুখের দিন
উদারতার মৃদু গুঞ্জনে অবিরাম অধর স্পন্দনে
রূপালী রঙের জল দক্ষিণের জানালার গ্লাস বেয়ে  
নিভৃতে নেমে আসবে প্ৰেমময়ী প্রণয়ের রাত  
__________________
রচনা : স্নিগ্ধ সকাল ১০.১৫ মিনিট
২৯ অগাস্ট বৃহস্পতিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®