শ্যামাঙ্গী বর্ষা বধুর দানে পুলকিত আজ ধরণীর আকাশ,
অশনির পূর্বাভাসে আবেগবতী মনের কার্নিশে
ভোর থেকেই বাজাচ্ছিল বাদলের বীণা  
গরমের কঠিন তপ্ত ও দগ্ধ শরীরের মলিনতা নিয়ে
এক সময় গড়িয়ে পড়ে বিন্দু হয়ে পাতার আবরণ ছিন্ন করে।  
মেঘগুলো বহু প্রসবিনী বৃষ্টির ফোঁটা হয়ে
নূপুর ধ্বনি তোলে পিপাসিত চোখের গালিচায়  
আমি নির্বাক হয়ে চেয়ে থাকি তার সৌন্দর্য আস্বাদনে।


মনে পড়ে বৃষ্টিতে ভিজে ভিজে একদিন,
সিক্ত পদ্ম পুষ্পের মতোই ঘিয়ে রঙের হলুদ শাড়িতে
কাজল আঁকা আঁখির মায়াময় উল্লাসে
হাতে রিনিঝিনি কাঁচের চুড়ির ঝংকার সাজিয়ে
বর্ষায় ভেজা খোলা বেণী বেয়ে গড়িয়ে পড়া পানির বিন্দু,
তোমায় করেছিল স্বর্গপুরীর কোন অশরীরী মানবী।


আমার জীবনের স্বপ্নময় দিন ছিল সেই দিন,
নির্ঘুম চোখের তন্দ্রা হারানো রাতে মধুর আল্পনা এঁকে
কতবার ডেকেছি তোমাকে আনমনে-
বর্ষার ভেজা মাটির সোঁদা গন্ধে যখন মন হয়েছে উদাস
প্রেম বাসনায় আকুল হৃদয় চেয়েছে তোমাকে।


এই বর্ষায় হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে তোমাকে চাই,
আমার সব আশা সাদ মেটাতে তোমাকেই চাই,
আমার আনন্দের ভাগাভাগিতে তোমাকেই চাই,
যাপিত জীবনের সকল পূর্ণতায় তোমাকেই চাই,  
সারা জীবনের পুণ্যের বিনিময়ে হলেও আমি তোমাকেই চাই।  
_________________
লিপিক্ষণ: তপ্ত দুপুর ১.১০ মিনিট
১৪ মে শনিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
৩১- এ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
১৩-ই শাওয়াল ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®