আমি জানতে চাই তোমার চোখের অলিন্দের স্বপ্ন
কি করে এতো বিভোর থাকে সর্বদা
মাধুরী মাখা মনের বাতায়নে।


আমি জানতে চাই সন্ধ্যা প্রদীপের মৌনতার রহস্য
কি করে জ্বলে যায় নির্দ্বিধায় চুপচাপ
জীবনের অভিযোগ ব্যতীত।


আমি জানতে চাই কি করে লিপি আঁকো শুভ্র পাখায়
যার প্রতিটি অক্ষর ছুঁয়ে যায় হৃদয় মোহনা
মুগ্ধতার অসীম রেশ জাগিয়ে।


আমি জানতে চাই তোমার প্রেমের গভীরতা কতো
কতটুকু পেলে আসবে জীবনে সুখের পরশ
নিরাশায় ভরা এই বিবর্ণ পথে।


আমি জানতে চাই কি করে অনুভূতি হাসে জীবন মোহনায়
জ্যোৎস্নার মায়াবী পরশে এভাবেই নির্বাক
ঝরে পড়া শিশিরের তৃষ্ণিত বুকে।


আমি জানতে চাই তোমার নয়নের নীড়ে প্রত্যাশা কত
কতোটা অপেক্ষা করবে তুমি প্রণয়ের আশায়
জীবনের বিদীর্ণ ভ্রান্ত পথের বাঁকে।
_______________
২৪/১১/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®