মানুষ আমাকে বলে সময় বদলে যায়,
সময় আমাকে বলে মানুষ বদলে যায়।
জরুরী নয় যে আজ আছে কালও থাকবে
তাই আমি বলি একাকী চলতে শিখে নাও।  
যখন সময় নিজের হবে তখন সব-ই আপন,
সময় বদলে গেলে কেন যে সবাই বদলে যায়।
কত রুপের পালা বদল জীবনের পদে পদে,
স্বার্থের টানে একান্ত আপন-ও বদলে যায়।
________________
রচনা আধো আলো সন্ধ্যা ৮.২৫
২৩ মে মঙ্গলবার  ২০২৩ খ্রিষ্টাব্দ  
৯-এ  জ্যৈষ্ঠ  ১৪২৯ বঙ্গাব্দ
৩-ই  যিলক্বাদ  ১৪৪৪ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®