নিগূঢ় স্বপ্নে বিভোর এক মায়াবী রাতে
তুমি এসেছিলে কাছে,মনমোহনী বেশভূষায়
আমি দাঁড়িয়ে ছিলাম চুপটি করে
স্বর্ণ দুয়ারে দুবাহু বাড়িয়ে,  
নিস্তব্ধতার সিঁড়ি বেয়ে তুমি আসলে,
চোখের পালকের স্নিগ্ধ ছোঁয়ায়-  
বোঝালে তোমার অস্তিত্ব
স্বর্গ থেকে নেমে এলো এক সুমধুর ধ্বনি
ছেয়ে গেল আমার হৃদয়ের স্পন্দনে
রোমকূপে,মস্তিষ্কের অন্তরালে।

আমি পুলকিত হলাম স্বর্গীয় ছোঁয়ায়
যেমন হয় নদী পরিপূর্ণ বর্ষায়,
শিশির সিক্ত শেফালী ফুল
যেমন মুখরিত করে প্রভাত'কে।  
তোমার নিঃশ্বাসের ঘ্রাণ,
আমাকে করলো স্বর্গসুখের অধিকারী।  


প্রভাত পাখিদের কোলাহলে খুলি আঁখি,
চেয়ে দেখি পালিয়েছে সেই সুখ
ভোরের স্নিগ্ধ মিহি আলোর পরশে
শান্ত শরীর,পুলকিত মন
আহা !!!!!!
কি নিদারুণ শান্তি জাগালো তনু'মনে
একেবারে-ই ক্লান্তি বিহীন
এ'যে এক কুহকী স্বপ্ন লজ্জাহীন।
_________
টি,কে,এম,আজীমি,