কাল রাতে ঘুমো-ঘোরে এলো প্রমত্তা এক প্রণয় পাত্র,
দু’টি প্রাণের ভালোবাসার আবেগে কেটে গেল রাত্র।  
অমাবস্যার রাতে যেন উঠেছিল ঝলমলে এক পূর্ণিমার চাঁদ,
উল্লোসিত প্রাণের স্পন্দনে আনন্দিত নিঝুম প্রকৃতির নিনাদ।


ভাষা ছিল না দু’টি মুখে, তবু যেন কত কথার কাব্যমালা,
হৃদয়ে হৃদয়ে হলো কত কথা, চোখে চোখ রাখার খেলা।
কামনার তটিনীতে তরী হয়ে ভাসছিল স্বপ্ন চোখের তারা,
উষ্ণ-বাহুবন্ধনে জড়িয়ে অধর পল্লবে সুখ দিল নাড়া।


প্রণয়ানুরাগে হারিয়ে গেল দু’টি হৃদয় স্বপ্নের ভূবনে,
স্বর্গ যেন নেমে ধরায়, হারিয়ে গেলো নন্দন কাননে।  
হৃদয়ে প্রেমের পূরবী, ভালোবাসার উপহারে মেঘ-কালো কবরী,
খলনায়কের বেশে উঠল ভোরের রবি, দূর করে দিল স্বপ্ন-শবর্রী।
___________________
রচনাকাল: হলুদ বিকেল ৪.৪০ মিনিট
২৭-ই সেপ্টেম্বর সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ  
১২-ই- আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®