জীবনের সকল মায়া ছেড়ে, দিনের শেষান্তে
চৌরাস্তার নিয়ন আলোয় একাকী দাঁড়িয়ে
হৃদয়ের ক্লান্ত কোরা পাতায় লিখে যায়
এক আদি অকৃত্রিম প্রেমের অসন্তোষ সংলাপ
জীবনের আহ্বান মেখে বোবা কান্নায়  
ডাইরির পাতার ভাঁজে শুকনো পুষ্পদল
হৃদয় চয়নিকায় নিপুণ বুননে কিছু আলাপন
রাত্রির আগমনী মৌনতায় শব্দকোষ হৃদয়
ভুলে গিয়ে সব জগতের সমস্ত শোক
শুধই অবাঞ্ছনীয় প্রশ্ন করে মনের কাছে  
আমার জীবনের সব'ই কি মিথ্যে মায়ার দর্পণ  
কেউ কি ছিলো না আমার একান্ত আপন
চারিদিকে কতো কোলাহল কতো লোকজন
আমাকে ঘিরে এতো আনন্দ এতো আয়োজন  
সব'ই প্রয়োজনের সাজানো রঙ্গমঞ্চ, প্রলোভন  
শুধু গোলক ধাঁধায় ঘুরলাম এভাবে আ'জীবন
একটু একটু করে বুনেছি মায়াজাল, সারাক্ষণ  
সব'ই শুধু করুণার অজুহাতে দিলাম বিসর্জন


প্রতি পদে পদে যেন সবই শুভঙ্করের ফাঁকি
এবার হারিয়ে যাক কবি, তার কবিতাগুচ্ছ
এই ব্যর্থ ভালোবাসার জন্য দায়ী  
হয়তো কবি না হয় তার কবিতারা।
____________________
রচনাকাল: সোনালী দুপুর ২.৪৫ মিনিট
২০ফেব্রুয়ারি শনিবার ২০২১খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®