অজস্র যুগ পরে নিভৃতে দ্বারে তোমার চিঠি পেলাম
অবাক নয়নে তুলে নিলাম হাতে
কাগজের বুকে অনেক কথার মাঝে একটি কথা স্পষ্ট লেখা
"কেমন আছো তুমি"
কি ভাবে বলি কেমন আছি আমি
ভেজা পলকের দীর্ঘশ্বাসের অন্তরালে হয়তো ভালোই আছি।


তোমাকে উত্তর লিখবো বলেও আর লিখা হয়না
ভেবে পাইনা কি লিখবো তোমায় আমি
শেষ বার কবে লিখেছিলাম হারিয়েছে স্মৃতির পাতা থেকে।


সত্যি বলছি বাস্তবতা যদি গল্পের মতো হতো
বার বার লিখতাম নতুন রূপে নিজের মতো করে
জীবন সাজাতাম বসন্তের লালি মাখা কৃষ্ণচূড়ার মতো।


এখনো ইচ্ছে জাগে মনের জোৎস্না ঝরা উঠোনে
প্রেমের স্পর্শে জীবনের সব সুখ বেঁধে দেই তোমার আঁচলে
মুষলধারা বৃষ্টিতে ভিজে দু'জন একাকার হই
হারাতে ইচ্ছে করে দূর অরণ্যের বুকে তোমার হাতটি ধরে।


এখনো আমার একাকী সময়গুলো অবাক চোখে
আমাকে অনেক কিছুই বলে যায় আনমনে
উত্তরে লিখি তুমি এসে দেখে যাও আমার সাজানো
বিবর্ণ উঠোনে সময়ের বিদীর্ণ আঁকা বাঁকা আল্পনার বাস্তবতা।


আমার সব ভালোবাসা তোমায়  অর্পণ করে এসেছিলাম
আমার এলোমেলো ভাবনার জাবর কাটা জীবনে
আমি বেশ ভালোই আছি
বিক্ষিপ্ত কঙ্কর পথের  বাঁকে বাঁকে এভাবেই
নির্ঘাত অলস বেলায় নির্বিকার স্মৃতির জাবর কেটে।
_______________
০২/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®