উত্তরের জানালার ধারে দাঁড়িয়ে
আজো শত প্রশ্ন মনের নিভৃত কোণে
মধ্যবয়সী জীবনে হেমন্তের স্বপ্ন দুয়ারে
এঁকেছিলে বাসন্তী আল্পনা অসময়ে
সময়ের কাছে হেরে যাওয়া পায়ে
টুপ'টুপ শ্রাবণের মধুর সুরের বর্ষণে
কাছে এসেছিলে স্বপ্নিল আবেশে,
ছন্নছাড়া জীবনের আলপথ বেয়ে
শব্দহীন হৃদয়ের নিবিড় আনাগোনায়
হয়তো শত শতাব্দীর জীর্ণ কোন ফাঁকে
ভালোবাসার কোজাগরী উঠোনে  
আটপৌরে ভরসার হাতে ধরে
আমার অবুঝ মনের সবুজ মোহনায়
একবুক ভেজা ভালোবাসা নিয়ে,


অথচ ----
এক রূঢ় বাস্তবতা ক্ষমা করেনি আমায়
ফিরিয়ে দিয়েছি অনায়াসে - তাঁকে
জীবন থেকে জীবনের ফাঁকে
পরিপূর্ণ সত্ত্বার বিস্তীর্ণ নিত্যতায়,
স্মৃতির কার্ণিশে আজো তার হাতছানি
নীলিমার প্রগাঢ় নিশ্চল বাক্যগুচ্ছ
ধূসর আবেশে কুহেলির দ্বারে
নির্বাক অধীনতার সীমান্ত পেরিয়ে
আমায় ডাকে অবিরাম - সেই
মায়া মমতাহীন জগতের সীমানায়।
________________
রচনা : ক্লান্ত দুপুর ৩.১৫ মিনিট
২১'জুলাই রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®