ধার করা কোন কিছু
আমার কখনোই ভালো লাগেনা,
ভালো লাগে'না নিজ স্বত্তার বাহিরে
বাহিরে অতি প্রিয় কিছুই।
প্রবাহিত সময়ের পথবেয়ে এসেছে
অগণিত অপ্রত্যাশিত নৈবেদ্য
কতোই আক্লেষ উদ্বাহু বাড়িয়েছে
আড়েপৃড়ে জড়িয়ে প্রেম,
আস্তিক্যের আস্তানগৃহে রেখেছি লুকিয়ে
অঢেল স্বপ্নের পাণ্ডুলিপি, এ'ভেবে
যোগ বিয়োগের এই ভ্রান্ত মেলায়
যদি ডাক দেয় সময়ের বাঁশি অবেলায়
পাপ'পুণ্যের হিসেব নিয়ে মুঠোয়
ফিরে যেতেই হবে নির্বাক, নিরালায়।
_________________
রচনা : নীরব দুপুর  ১.২৫ মিনিট
৩১ মার্চ রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®