এবারের শীতে বসন্তের আগমনী হিমেল হাওয়ায়,
অতিথি পাখীর সাথে তোমাকেও
নিয়ে আসবো আমার একঘেয়ে জীবনে
তুমি আমার জন্য সবুজ ঘাস হলে,
আমি হবো সবুজ ঘাস ফড়িং।


কুয়াশা আর ধোঁয়াশা কোনটা'ই
আমার আর ভাল লাগে না এখন।
আমি আলো চাই, চাই স্বচ্ছতা.
চাই একটু ভালোবাসার উষ্ণতা,,,,
যাপিত জীবনের সকল কষ্ট ভুলে
চাই আরেকটা নতুন জীবন।


কারো নির্মল হাসির শব্দ শুনিনি
আজ অনেক দিন,,,,,
একটু হাসোতো প্রাণ খুলে আমার জন্য,
শুধুই আমার জন্য!


তোমার চা আর মুড়ির নিমন্ত্রণ আমি লকারে রাখলাম,
দেখে নিও ঠিক একদিন এসে হঠাৎ
তোমার দরজায় কড়া নাড়বো আমি,
যদি ভেঙে যায় স্বপ্ন কাঁচের গ্লাসের মতো
তোমাকে আর ভাঙা কাঁচের গ্লাসটা
জোড়া লাগাতে হবে না।


কাঁচ একবার ভেঙ্গে গেলে যতো ভাল আঠা দিয়েই
লাগানো হোক না কেন তার দাগ থেকেই যায়।
তার চেয়ে ভালো ফেলে দাও ভেঙে কাঁচের গ্লাস।


তবুও থাকুক আশাতীত নয়ন যুগল
ভিতর থেকে দরজা খুলে দেয়ার প্রত্যাশায়
স্টিলের গ্লাস ভর্তি পানি নিয়ে কেউ
দাঁড়িয়ে থাকুক আমার প্রতিক্ষায়
ভালোবেসে অনিন্দ্য হাসির ঝর্ণা ঝরিয়ে।
মুছে দিতে আসুক কেউ সমস্ত না পাওয়ার কষ্ট।


একটু রোমান্টিক হয়ে গেলো নাকি?
হোক না! তাতে ক্ষতি কি?
__________________
রচনাকাল: স্তব্ধ সন্ধ্যা ৭.১০ মিনিট
৩ এপ্রিল  শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২০-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®