যখন জেগে থাকি নীরব গহীন রাতের সঙ্গী হয়ে
তন্দ্রানীল চেতনারা এসে ভীড় করে এসে চোখের অলিন্দে,
রাতের মৌনতা ভেঙ্গে নেমে আসে উষ্ণ দীর্ঘশ্বাস
অমাবশ্যার রাত্রির বুক ছিন্ন করে নীল চেতনার আবাহনে।
প্রতিশ্রুতির হাতুড়ি পেটানো শব্দের কষাঘাতে,
ভবিষ্যতের প্রত্যাশাগুলো ঘুমিয়ে থাকে আঁতুর ঘরে,
নিদ্রাতুর নক্ষত্রগুচ্ছ মুর্ছায় যায় আজ নয়ন আকাশে,
ঘুমের দেবতা কোমায় থাকু্ক সুখের আনন্দ ভুলে,
কল্পনা বিলাস জমিনের বর্ণিল ফুল-জেগে থাকুক
সুন্দর সোনালী সকালের অপেক্ষায়।

একদিন যাপিত জীবনের অন্ধকারের দ্বার রুদ্ধ করে
কোনো এক অপ্রত্যাশিত সময়ের সাগর সঙ্গমে  
নির্বাসিত জীবন বন্দরে-লোনা জলে ঢেউ তুলে,
বহির্গামী জাহাজের আগমন সময়ের নোঙ্গর ফেলবে।
গভীর রাতের চাদরে নীল লোহিত প্লাবন ভেঙ্গে,
রুপালি চাঁদ জ্বালাবে আলো সমুদ্রের তরঙ্গে,
মন উজার করে স্বপ্নের পাল তুলে।
ইস্পন্দিত চোখের ইশারায় ডেকে বলবে  
এসো নিদারুণ এই ক্ষণে ঐশী আহ্বানে সাড়া দিয়ে
অনিষ্পন্ন মিলনের পূর্ব-মুহূর্ত রচনা করি।
_____________________
রচনা'কাল: তপ্ত হলুদ দুপুর ১.৪৫ মিনিট
      ১৮ মে  শনিবার  ২০২৪ খ্রিস্টাব্দ
  গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
           সংশোধিত ও পরিমার্জিত  
        © Copyright সংরক্ষিত ®