কারো নূপুরের ছন্দে বাঁধা আমার কোমল হৃদয়,
চাঁদের আয়নায় প্রতিচ্ছবি ভাসে স্পন্দিত পাতার ফাঁকে,
মিহি আঁধার ভেদে নিস্তব্ধতার ধ্বনি আমায় ডাকে নীরবে।


পাতা ঝরা বাতাসে জ্যোৎস্নার আবীর মনের গভীরে,
বৈকুন্ঠ সময়ের দারুণ স্নেহভরা স্বরে আমাকে কাছে টানে,
আশ্চর্য ছাপ রেখে যায় নয়ন কোণে কাজল রেখার বানে।


যখন শেষ পাতাটি ঝরে যায় দিঘির জলে নীরবে
রাতের শেষ প্রহরে ডাকে যে প্রলয় হয়ে মনের মৃত্তিকায়,
আজ উদ্বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছি নিখিল দ্বারে প্রতাশায়।


উন্মাদ মধ্যরাতের নীলকণ্ঠ তনায়া হয়ে নিবিড়ে,  
অঢেল মধুযামিনীতে,একবুক ভালোবাসা নিয়ে আনন্দে
তুমি এসে ধন্য কর আমায় স্বর্গ হতে এই সুখধরণী পারে।
_________________
রচনা: উজ্জ্বল দুপুর ১২.১০ মিনিট
১৬-ই জানুয়ারী রবিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
১৩-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️