কেউ বলেছিল একদিন আমার হাতদুটো ধরে
কোন এক পূর্ণিমার রাতে ভালোবেসে পাশে বসে
আমায় সে জ্যোৎস্না দেখাবে
প্রেমের তেপান্তরে যাবে আমাকে সাথে নিয়ে  
চাঁদের আলোয় ঝরে পড়া নক্ষত্রের শব্দ শোনাবে
মায়াবী রাতের নিঝুম কাননের ক্যানভাসে
যখন ছুঁয়ে যাবে শাপলা ভেজা ফাল্গুনের স্নিগ্ধ সমীরণ
তার আঁচলের আঙিনা ভিজিয়ে
যখন সমুদ্রের ঢেউ কিংবা তার চলার শব্দের গান শোনাবে  
মুগ্ধ আবেগেরা স্তব্ধ হয়ে পড়বে নির্বাক বালুচরে
যখন নক্ষত্রেরা করবে আলাপন অর্ণবের ঢেউের সাথে
কোন এক নিঝুম রাতের গালিচায়।
  
অতঃপর কেটে গেল অজস্র মাস বছর শতাব্দী
এভাবেই পৃথিবীর পথে কতো আলোকবর্ষ হয়েছে ক্ষয়
প্রতিনিয়ত সমুদ্রের পুরোণ ঢেউয়ের মৃত্যুতে
উদ্যম উল্লাসে নতুন ঢেউয়ের সৃষ্টি হয়েছে নির্দ্বিধায়
আকাশের তারারা পড়েছে খসে,
ফুরিয়েছে রোহিণী বৃষ্টি
বহূ আলোকিত দিনের অপেক্ষার পর,
সেই অনাকাঙিক্ষত রাত্রি এসেছিল
নবীন ভোরের আড়ালে কতো আঁধারের মৃত্যু হলো
তবুও সেই পূর্ণিমা আজও আসেনি তার কথা রাখার
আমার পাশে বসে জ্যোৎস্না দেখাবার
আমাকে ভালোবাসবার।
__________________
রচনা: উজ্জ্বল দুপুর ১২.৪৫ মিনিট
১৯-ই জানুয়ারী বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
৫-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
১৬-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️