তখন ভাবি কি নামে ডাকি তোমায়
যখন জড়িয়ে থাকো আমার জানালার পাশে কামিনী হয়ে
সারারাত মোহিত থাকি আমি কামিনীর কামঘ্রাণে
শুভ্র সকালে জেগে উঠি নব নবীন প্রাণে
তখন ভাবি কি নামে ডাকি তোমায়


যখন বৃষ্টি হও ইলশেগুড়ির মতো টিনের চাল বেয়ে
সারাবেলা ঝর'ঝর করে ঝরো আমার তপ্ত উঠানে
শিশুর মতো খেলা করো জমে থাকা কাদাজলে।
তখন ভাবি কি নামে ডাকি তোমায়


যখন নত শিরে হৃদয়ের কাছে যাও উপাসনা করো প্রভুর
শিল্পীর রং-তুলি হয়ে ফুটে ওঠো নতুন সৃষ্টিতে
কবিতার পাঁজরে গেঁথে থাকো ভালো লাগা হয়ে
তখন ভাবি কি নামে ডাকি তোমায়


যখন পার্বণের উৎসব হয়ে জ্বলে ওঠো জীবন ক্যানভাসে
মৃদু বাতাস হয়ে বয়ে যাও ঝির-ঝির চুলের পরশে
মৃদু গুঞ্জনে গান গাও পুকুর পাড়ের বাঁশঝাড়ে
তখন ভাবি কি নামে ডাকি তোমায়


যখন অশ্বত্থ গাছের ছায়ায় হারাও নিবিড় ক্লান্ত বিশ্রামে  
রাখালের বাঁশির মধুর সুর হয়ে বাজো আনমনে
শুনি কোকিলের কুহুতান অজ্ঞেয় বাতায়নে
তখন ভাবি কি নামে ডাকি তোমায়।
___________________
প্রসব কাল নিবিড় সন্ধ্যা ৮.৩০ মিনিট  
১১ এপ্রিল রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৮-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত