আমার বাম হাতে একটা গোল কালো জন্মদাগ,  
অনেকেই বলে এটা ভাগ্যবানের লক্ষণ,
অথচ আমি চেয়ে দেখি নির্বাক নয়নে,
ভাগ্যের উজ্জ্বল তারকারা উধাও হয়েছে
অপ্রাপ্তি কালো মেঘের আড়ালে,  
নিদারুণ আকস্মিক দুর্ভাগ্যে বুক ছিঁড়ে
অস্বস্তির বাতাসে ভেসে আসে নিঃসঙ্গ দীর্ঘশ্বাস,
শব্দের আঁচড়ে অঙ্কন হয় এক সমুদ্র অভিমান
রক্ত ভেজা কষ্টের নীল অভিশাপগুলো
নিষ্প্রভ চোখের নিঃশ্বাস জুড়ে থাকে-  
তপ্ত দহনে পোড়া অশ্রু হয়ে।
শুরু থেকে যবনিকার সীমান্তে এসেও
প্রতিনিয়ত আয়নায় চোখ বুলিয়ে দেখেছি
ভাগ্যের বিক্ষুব্ধ করা উপহাস,
এ কেমন নিয়তি,
এ কেমন ভাগ্যবান,
শুধুই কালো দাগের চারিদিকে ঘুরে
সময়ের জাবর কেটে যাওয়া।
________________
লিপিক্ষণঃ বিকেল ৩.৩০ মিনিট
৬ জুন সোমবার  ২০২২ খ্রিষ্টাব্দ  
২৩-ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
৭-ই জ্বিলকদ ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®