ভালোবাসা মানে তুষের ছাই,
দাউদাউ থেকে ধিকিধিকি জ্বলে সর্বদা
তবুও ধোঁয়া-কুন্ডলী নাই।


ভালোবাসা মানে পথের পাথর,
জগদ্দলে গড়িয়ে যাওয়া এ-নিরবধি
আশাহত মনে, কাতর।


ভালোবাসা মানে উরন্ত ধুলো,
লিলুয়া বাতাসে উড়িয়ে নিয়ে সুদূরে
প্রত্যাশিত স্বপ্ন ছুঁলো।


ভালোবাসা মানে কারাগার,
স্বেচ্ছাশ্রমের শ্বেদবিন্দুতে একাকার হয়ে
গোলক ধাঁধার পাগাড়।


ভালোবাসা মানে জান বলি,
যুপকাষ্ঠে গর্দান পেতে নিজের হাতে
তুলে দেয়া ভোজালি।


ভালোবাসা মানে কতো কি,
কারও মতে তার জীবনের পরম মোক্ষ্য
কেউ ভালোবেসে পাতকী।
__________________
রচনাকাল:শুভ্র সকাল ১১.১০ মিনিট
১৮ ডিসেম্বর শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
০৩-ই-পৌষ ১৪২৭ বঙ্গাব্দ
১৪-জামাদিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত