শোন আমি হৃদয়হীন নই ........
তোমার আসে পাশের আরো দশ জনের মত
আমি এত আধুনিক হতে পারিনি
মেনে নিতে পারিনি এখনো আধুনিকতার
এই অসভ্য নির্দয় সংস্কার ।


হ্যা ! সত্যি আমি সেকালের .......
আধুনিকতার অনেক কিছুই স্পর্শ করেনি
আমার চলাফেরায় আমার হৃদয়ে
এখনো সৈকতে গিয়ে নীলজল দিগন্ত ছুঁয়ে দেখতে চাই
নোনা বালির তীরে নাম লিখে
ঢেউয়ের তরঙ্গে মুছে যেতে দেখে উল্লাসিত হই ।


আমি সেকালের মানুষ তাই নিঃসঙ্গ
তোমার চোখের ভাষা পড়তে পারি অনায়াসে
বুঝি কম্পিত ঠোঁটের লুকানো আকুতি ।


আমি অহংকারী অবশ্যই নই ......
আমি এখনো কবিতা লিখি গান গাই আনমনে
কৃষ্ণচূড়ার লাল আভা মনে দোলা দেয়
এখনো অন্যের কষ্টে চোখের পাতা ভিজে উঠে ।


নির্বাক তাকিয়ে থাকি চারিপাশে
আধুনিকতার নির্মম ছোবলে ক্ষত বিক্ষত
এক অব্যক্ত ব্যথা অনুভব করি হৃদয়ে ।


ভাগ্যিস এই আধুনিকতার নিষ্ঠুর ছোঁয়া
এখনো আমাকে স্পর্শ করেনি
আমি নির্দয় আধুনিক হয়ে উঠিনি ।
_______________
০৭/০৫/১৬.....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®