চুলের বেনী
নয়ন ওঝা।


কখন যদি তুমি এসো
আমার ছোট্ট ফুল বাগিচায়,
সযত্নে ঘুরিয়ে দেখাব শত ফুল
মাতিয়ে রাখব কবিতায় কবিতায়।


ঊষার আলোয়ে মাখিয়ে মিষ্টি
চাদর জড়াব গায়ে,
গোধূলি বেলায় দক্ষিনা বায়ে
মন মাতাবো তায়।


জোৎস্না রাতে জোনাকি পোকা
পাখনা মেলে উরে,
ঝি ঝি পোকার গুন গুন গানে
হারিয়ে যাব শুরে।


ভালোবাসার রং মাখিয়ে
সাজাতে আমি জানি,
এসো ফুলে ফুলে ভরিয়ে দেব
তোমার চুলের বেনী।।