কেঁদেছে মম চিত্ত
নয়ন ওঝা।


আমি সেদিন কেঁদেছি,
কেঁদেছে মম চিত্ত।
ফিরিয়ে দিয়েছি শতো খালি হাত,
আমি অসহায় শূন্য যে মোর হস্ত।


আপন লোভে নয় ওদের জন্যই
করিয়াছি তব ভিক্ষা।
এ নয় মোর অবদান
মম মাতা পিতা প্রাপ্ত শিক্ষা।


কি ধন বা এনেছি সঙ্গে
নিবোই বা কি ধন অঙ্গে।
রঙ্গে ঢংঙ্গে কাটাতে চাই,
মানুষ হয়ে মানুষের সঙ্গে।


ওদের জন্য ফেরি করেছি,
নিজ আত্মসম্মান।
জানিনা কে কিভাবে নিবে,
করছে কি ঘৃনা,
না কি শ্রদ্ধা সন্মান।


ভেবে দেখ মন কি ধন দিয়েছি,
কোথায় পেয়েছি তা,
নিয়েছি যা এখান থেকেই,
দিয়েছি আমি তা।।


উৎসর্গ:  সকল শুবিধাবঞ্চত ও পথ শিশুদেরকে।