তুমি আর নেই আমার।
নয়ন ওঝা


তুমি আমাকে ত্যাগ করেছ
তাতে আমার একটুও দুঃখ নেই,
দুঃখ এটাই এভাবে আমাকে
ফাঁকি দিয়ে চলে গেলে।


হ্যাঁ আমি স্বীকার করছি তোমাকে
অনেক অবহেলা করেছি,
কিন্তু তুমি কি কখনোই বুঝতে পারোনি
আমি যে তোমাকে ভালবেসেছি।


তোমার সাথে কাটানো সময় গুলো
আমি খুব মিস করছি,
তোমাকে পাওয়ার পর থেকে
আমি ঘরের বাইরে বের হলেই
তোমাকে সাথে নিয়ে যেতাম।


তুমি আমাকে শহর গ্রাম , অলিগলি
উঁচু-ঢালু সব জায়গায় নিয়ে যেতে,
আজ তুমি বিহানে
শাহবাগ থেকে ওয়ারলেস রেলগেট,
হাজার কিলোমিটার দূরত্ব মনে হচ্ছে।


আচ্ছা বলো তো ?


কেন তুমি আমাকে ত্যাগ করছো
কি অপরাধ ছিল আমার।


তোমার কি মনে আছে সেই ২৫ শে নভেম্বরের কথা
তোমার একটি পা ফেটে গিয়েছিলো
তুমি আর চলতে পারছিলে না
তোমাকে ধরে ধরে সেই শাহবাগ থেকে মধুবাগ পর্যন্ত গলা জড়িয়ে নিয়ে এসেছিলাম।
অতঃপর ঘন্টা দুয়েকের ট্রিটমেন্ট শেষে
তুমি সুস্থ হয়ে উঠলে
তারপর তোমাকে নিয়ে বাসায় ফিরলাম।


তোমার কি গত রাতের কথা মনে নেই ?
তোমাকে কি যত্ন করে
স্নান করিয়ে তেল মাখিয়ে
আড়াই ঘণ্টার পরিশ্রমের বিনিময়
কতো সুন্দর করে সাজিয়ে তুললাম,


আর তুমি আমাকে
ত্যাগ করলে
তুমি আমাকে ফাঁকি দিলে
তুমি চলেই গেলে আমাকে ছেড়ে


ভাবতেই খুব কষ্ট হচ্ছে
তুমি আর নেই আমার।
তোমার সাথে আমার আর দেখা হবে না।।