একটা ভুল, যেটা আমি করেছি
তার জন্যই কি এতো কষ্ট।
তাই কি আমি আর হাসি না
হয়তো সেটাই হবে।
যদি আমি ভুল না করি
তবে, কেন কষ্ট পাবো আমি।
কেন আমার মুখে হাসি নেই
ভুল টা আমিই করেছি।।
ভুল করলে শাস্তি, সে তো প্রাপ্য
শাস্তির ভয়ে আমি কোথায় পালাবো
সে তো আমার পিছু ছাড়বে না
কারন, ভুল টা আমার।।
তাইতো শাস্তি পেতে দাঁড়িয়েছি
দু হাতে গ্রহন করবো তাকে।
সারা শরীরে মাখবো আনন্দে
কারন, শাস্তি টা আমার।
বুকে কষ্ট, তবু মুখে হাসি
না হেসে বা কি করবো
মুখ টা তো কোন দোষ করেনি
দোষ করেছি আমি।।
তবুও, একটা কথা বলবে কি তুমি
আমি মেনে নেব তোমার সব।
যা বলবে, সেটাই হবে সত্যি
ভুল টা তোমারও নয় কি।।
- নুর আলম সেখ