জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
এত নেতা, এক দেশ
শেখ মুজিব, শেখ মুজিব
এত নেতা, এক দেশ
¯^াধীন করবো বাংলাদেশ
বীর বাঙালি অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর \
বাঁচার মত বাঁচতে হবে
স্বাধীন বাংলা গড়তে হবে \
আমার দেশ তোমার দেশ
সবার দেশ বাংলাদেশ \
বাংলাভাষা মায়ের ভাষা
এইতো আশা এইতো ভাষা \
ছাত্র শ্রমিক বুদ্ধিজীবী সবাই
স্বাধীন বাংলার গান গাই \
মোটা গাছ কেটে সবে
ব্যারিকেড় দাও রাস্তায় \
শত্রæর গাড়ী চলতে না পারে।
ইচ্ছে মতো যেথায় সেথায় \
উড়াও পতাকা মুক্ত গগণে
স্বাধীনতার জন্য লুটাব জীবন \
উড়াও নিশান জয়ের পতাকা
মুগুর হাতে তাড়াও হানাদার সেনা \
ধন্য ছেলে মুক্তি সেনা
শত্রু যায়না যুদ্ধ বিনা \
গাজী হয়ে বেঁচে থাক
শহীদ বিনা মরো নাকো \
মায়ের বুকের বাঁচাধন
শত্রæকে মোকাবেলায় কর পণ \
নীল নকশার রেখা অঙ্কন


৭১-এর ১লা মার্চের পূর্বেই লিখন \
কে লিখেছে নীল নকশা
পশ্চিমাদের দোসররা \
তারা চায় না বাংলা ভাষা
উর্দুই হবে রাষ্ট্র ভাষা \
রাষ্ট্র ভাষা বাংলা চাই
স্বাধীন বাংলার পতাকা উড়াই \
৫২-র আন্দোলন হতেস্বাধীনতার সংগ্রামের উদ্বোধন \
বায়ানড়বর আন্দোলনে
রফিক জব্বার সালাম বরকত প্রাণ দিল \
তাদের মতন সংগ্রামী হও
বিজয়ের মালা গলে পড় \
মরতে যখন হবেই একদিন
কাপুরুষ হয়ে মরে বে-দীন \
দেশতো আমার একার নয়
সবায় মিলে দেশ হয় \
চাঁদতারা পতাকা জ্বালাও
স্বাধীন একটা পতাকা ওড়াও \
নেইতো মোদের কোন ভয়
আল্লাহ যখন সাথে রয় \
ভয় যায়না জয় বিনা
ক্ষয় বিনা ¯^াধীন হয় না \
বিশ্বের বুকে বাঙালি জাতি
স্বীকৃতি নিয়ে হব খ্যাতি \
এক নেতা এক দেশ
স্বাধীন করব বাংলাদেশ \