তরী ছেড়ে বসেছি
ধরলার তীরে,
ঠিকানা ভুলে তরী
অন্য পাড়ে।

বিধাতারে তাই
ডাকি বারে বারে,
একবার চাও মোর
মুখপানে ফিরে।

নিস্তব্ধ বসে থাকার
ধৈর্য দাও প্রভু,
অপেক্ষাতে যদি
ফিরে আসে কভু।

তাং: ২১/৯/১৯