কিসে তোমার বড়াই এতো-
কিসের এতো দেমাক?
            তিলে-তিলে গড়ালে সব
            খেলে একাই বেবাক।


ভাবছ মিছে, দুনিয়া তোমার
আপন সকল জন;
            ন্যায়-অন্যায় ব্যভিচারে
            জমালে বিপুল ধন।


দেখাও শক্তি, হাঁকাও অস্ত্র;
কেমন তুমি বীর?
            প্রকৃতিরে বশে আনতে
            বাঁধ দিয়াছ বালির।


ভাবছ কিছু? সবই মিছু;
ক্ষুদ্র একটি হাঁক-
            তুলার মতো উড়ে যাবে
            যখন দিবে ডাক।