আমার কোন দুঃখ নেই
দুঃখ পেতে স্বপ্ন লাগে
স্বপ্নে ওড়ার আকাশ লাগে ,
লক্ষ্য লাগে ,
লক্ষ্য পূরণ ইচ্ছে লাগে ,
দুঃখ পেতে ভাবের মিশেল
আবেগ লাগে ,
আমার হয়তো ওসব নেই !


দুঃখ পেতে দুঃখ ফেরির
সময় লাগে ,
পাথর চোখে কাতর হয়ে
অভিনব
অভিনয়টাও জানা লাগে ।
দুঃখ পেতে দুঃখ দেখার
মানুষ লাগে
দুঃস্বপ্নের স্মৃতি লাগে।


দুঃখ পেতে
নোনতা কিছু কষ্ট লাগে
কষ্ট রাখার হৃদয় মাঝে
হয়তো কিছু জায়গা লাগে ,
বিশাল একটা হৃদয় লাগে
সেই হৃদয়ে গেঁথে যাওয়া
আর একখানা হৃদয় লাগে !
আমার হৃদয় গাঁথার মত
হয়তো কোন হৃদয়ই নেই !
দুঃখ নেই !