আমি না হয় ভালো প্রেমিক হতে পারিনি
বিশেষ দিনে ফুল কিনতে আমি না হয় ভুলেই যায়
ভুলে যায় খেতে যেতে বাইরের রেস্তোরায় ।


কিন্তু তুমিও তো আমায়
ঘুটঘুটে আঁধারে আকাশ দেখাওনি ,
জোনাকিদের মিছিল পেরিয়ে ,
তারা দেখে দিশা নিতে শেখাওনি
জোস্নার জলছায়ায় বারান্দায়,ভিজতে ডাকনি ।


আমি না হয় বিরক্ত,গাছাড়া সংসারে ,
বিব্রত সাদাসিধে ,শাষনহীন ,স্বাধীনতায় ,
তাই বলে কি তোমারো, অনুভুতিহীন দৃষ্টিতে উদাস
পাখি নীড় ফিরে পায়?তা কি মানায় ?


তোমার কি শুধুই একটি আশ্রয় ,
দুমুঠো ভাত ,তিনটে শাড়ি
হলেই মিটে যায় ?


তোমার আকাশে কি বৈশাখ নেই
কালবৈশাখী আসেনা ?
বরষায় দুই কুল ভেঙ্গে
বানে ভাষেনা ?


তবে কেন কোন অভিযোগ শুনিনি ,
অভিমানী উষ্ণ আঁখি জল আমি মুছে দিতে পারিনি !
শুধুই কি বাঁচার জন্য মৃত্যুর প্রহর গুনি
একসাথে থাকি!
আমি না হয়ভালো প্রেমিক হতে পারিনি!
তুমিও কেন পারোনী ?