নির্জিব স্টেশনের মতো রুক্ষ শুষ্ক
ইট কাঠ স্লিপারে দাড়িয়ে প্রতিক্ষায় থাকে
সে এক অপলক বিকেল


অলস অতীত যখন ঘন্টার
প্রকম্পনে গায় বৃষ্টির গান
লাল বাতি নীল বাতি
ফেলে আসা দিন বাকি
দুজন দুজনার একক অস্তিত্বের
সাথে ওড়ে কৌচোয়ালি নিশান


তখন প্লাটফরমে ভিড় করে
একঝাঁক পৌঁড় সাঁঝ
কুয়াশাচ্ছন্ন দৃষ্টির অস্পষ্টতায়
হাতছানি দেয় মিছ করা রেল!