অস্তিত্বের প্রশ্নে
অস্থিরতা বা উত্তেজনায়
অনুভব করি একটাই পথ,
শাদা জোস্নায় আড়মোড়া ভেঙ্গে
সবুজ মাঠে আঁকাবাকা ভাবে
আঁকি গভীর প্রণয়ের
প্রশস্ত পথ,
বেলা অবেলার স্বারক অরন্যে
বিশ্রাম নিই
শিহরিত বুক পেতে খুঁজি
নিরাপদ আশ্রয়!
বারংবার সেই পথেই ওড়ে
সোনালী প্রজাপতি
যে পথ আকাশ বেয়ে নেমে এসেছে
যে পথে ফিরেছে পূর্বপুরুষ।