মেয়ে তুই এমন কেন
যখন তখন কারন ছাড়ায়
মেঘ আকাশে আগুন জ্বালাস,
দুর পাহাড়ের ঝর্না ধারায়
বয়ে বয়ে হাসাস কাঁদাস,
চাঁদের আলোয় মুখ লুকিয়ে
দুর শহরের ব্যালকুনিতে
খুনসুটিতে নিয়ন বাতির
রঙের খেলা,
তোর কাছে আজ কেন প্রিয়,
দিবি জবাব?
নিঝুম রাতে ঘুম কাড়া
তোর কেমন স্বভাব?
নির্লজ্ব সব বিস্মৃতিকে
উস্কে দেবার টেলিপ্যাথি
কোথায় শিখিস,
কোথায় রাখিস
বিচিত্র সব কল্পকথা?
মনের কোণে , অনুরণে?
ভাবাস বটে!
ভাবছিস কি তোর প্রতিক্ষায়,
ঝুম বৃষ্টির ঝাপসা বিকেল
রাস্তা ফাঁকায় দাড়িয়ে একা
বৃষ্টি ফোটা, গুণছি কটা?
ভাবছিস কি আগের মতই
আছি বোকা,
রেল লাইনে হরিদ্রাবের
নরম রোদের একটু দেখায়,
সব মিটে যায়?
ফুল পিয়াসু প্রজাপতির
খুব কি অভাব,
নিঝুম রাতে ঘুম কাড়া
তোর কেমন স্বভাব
দিবি জবাব?