“আকুলতা”
তোমাকে পাওয়ার অদম্য ইচ্ছে,
খুব করে কাছে পাওয়ার ইচ্ছে,
যে ইচ্ছে ঘূর্ণিবায়ুর ন্যায়
ওলট-পালট করে দিতে পারে হৃদয়াভ্যান্তর,
যে ইচ্ছের পূর্ণতায় হয়ে যেতে পারে
গোটা পৃথিবীটাই মন্থর_
সবকিছু যেন নিজ-নিজ কাজ ভুলে
ঠায় দাঁড়িয়ে যাবে।
হারিয়ে যাবে তোমার তির্যক কালো চোখের
গভীর মণিকোঠায়।


যেখানে পাগলের মত খুঁজে যাবে
অতীব পরিচিত কোন আবাস।
সারাজীবনই সেখানে থাকবে,
আঁকড়ে ধরবে পরম প্রাপ্তির
অসামান্য অনুপম বিশ্বাস।
বুকের গহীন থেকে কাঁপা কাঁপা স্বরে,
নিঃশব্দে প্রতিধ্বনিত হবে
ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ।
থেকে থেকে কেঁপে উঠবে
আঁখি যুগলের পাপড়িগুলো,
অন্তিম অপারগতায় সিক্ত হবে
আবেগের শেষ নিঃশ্বাস।


চিৎকার করে বলবো হৃদয় নিংড়ানো কিছু বাক্য,
আটকে যাবে গলার মধ্য-স্বরে_
হেঁচকির ফাঁকে আওড়ে যাবো অপূর্ণ ব্যক্ত কথন।
ব্যাকুল চাহনিতে কাকুতি করবে অস্ফুট বুলি রাশি।
প্রভুকে সাক্ষী রেখে তোমাকে বলছি,
প্রিয়তমা! সত্যিই খুব বেশি ভালোবাসি।