চল উঁড়ে যাই
নীল রঙা চাদরের পাদদেশে,
চল ভেসে যাই
এলোখেলা নির্মল বায়ুবেশে।

চল ঘুরে আসি
সবুজের ছড়াছড়ি পাহাড়িকা,
চল দেখে আসি
জোয়ারের তানে ভাসা সাগরিকা।

চল খুঁজে দেখি
পথ ভুলে দিশেহারা হয় কারা?
চল গুনে দেখি
আকাশের বুকে হয় কত তাঁরা?

চল লিখে ফেলি
নিজেদের নিয়ে যত রূপকথা,
চল শিখে ফেলি
ভুলে যাওয়া কতশত ব্যথা।

চল ফিরে গিয়ে
দু'জনে দু'জন মিলি মনেমনে,
চল হেরে গিয়ে
জীবনের মায়া ছাড়ি একিক্ষণে।