প্রিয় কলম!
কেন তুমি এতো এমন?
ভালোবাসি খুব তবুও কেন,
এতো কঠিন তোমার
পিঠের আবরণ।


তুমি নাকি খুব বাজে?
নরম উঙ্গলির মৃদু ছোঁয়া,
মূর্খতার ঐ কালো ধোঁয়া,
কিছুই যেন হয়না তোমার
আঁচড়ও কাঁটো না যে?


খুব বেশি ভাব নাকি?
পাঁচ টাকাতেও পাওয়া যায় আজ
বহু কাগজের কালি,
ছুড়ে ফেলে তোমায় লিখবে মানুষ,
অনলাইনের ব্লগে
দেখবো তখন মজা করে খুব
তোমার কয়টা বাজে।


কেন তুমি এতো এমন?
জ্ঞানী হোক বা গুণী,
নরম উঙ্গলি গরম করে
যখন ধরে ঘাড়ে চেপে
লিখে যাও তো ঠিকই তখন
নড়ে যাও আমরণ।


কেন তুমি এতো এমন?
সামান্য কি বদলাতে পারো না
তোমার এহেন আচরণ?