উড়ন্ত পাখি মুক্ত। যেকোনো সময় যে কোন জায়গায় যেতে পারে। নিতে পারে বিভিন্ন রকম স্বাদ।
দিন শেষে অনেক পাখিই ঘরে ফিরে না। থেকে যায় অন্য কিছুর প্রেমে। যদিও এ প্রেমের স্থায়িত্ব 'অনিশ্চিত।


বন্দী পাখি কিছুই করতে পারে না। খুব মন চাইলেও ওই ছোট্ট খাঁচায় শান্তিতে উড়তেও পারে না। কিন্তু মালিকের ভালোবাসা পায় অগাধ। যে ভালোবাসা না বুঝে ধোকা দেয়, সে পাখির প্রতি বর্ষিত হয় সারা জীবনের অভিশাপ।


কিছু পাখি জন্মই হয় বন্দী থাকার জন্য। কেউ স্বাধীনতা চেয়ে আকাশে উড়াল দিলে চিল, শকুনের খাবার হয়। সে পাখিগুলোই বিশ্বাস অর্জন করে মনিবের সাথে থাকলে তাকে ❝সুখপাখি❞ নামে আখ্যায়িত করা হয়।