তাঁরা ভরা বিশাল আকাশ
এটাই তাহার গুণ,
সারা জগৎ আঁধার রাতে
আলো ছড়ায় মুন।


বিশাল জগৎ বিশাল আকাশ
একটি চাঁদ-ই তাহার,
সারা আকাশ জুড়ে জ্বলে
হাজার তাঁরার বাহার।


সূর্য দিনে দুনিয়া জুড়ে
আলোর আভা ছড়ায়,
রাত্রি হলে কোমল হাওয়ায়
শান্তি চাঁদের মায়ায়।


আকাশ জুড়ে একটি সূর্য
একটি চাঁদই থাকে,
চাঁদের দিকে চাইলে পরে
হাঁসে বাঁকে বাঁকে।


তার হাঁসিতে মন উড়ে যায়
গজিয়ে যায় ডানা,
তার পৃথিবী ঘুরে আসতে
কেউ করে না মানা।


অনেক গভীর ইচ্ছা ছিল
চাঁদের আপন হব,
সারা জীবন চাঁদের পাশে
সূর্য হয়ে রব।