আমার ‘আমি’টা আত্ম হারাতে চায়
তোমার অভ্যন্তর ‘তুমি’টা তে,
তোমার ‘তুমি’কি আশ্রয় পেতে চাও_
আমার অন্দরের ‘আমি’টা তে?


আমার ‘আমি’টা একটু লুকাতে চায়
তোমার কোমলত্ব মন-টা তে,
তোমার ‘তুমি’তে সামান্য জায়গা হবে_
আমার কঠোরত্ব হ্রাস করতে?


আমার ‘আমি’টা মুগ্ধ হতে চায়
তোমার এলোকেশের ঝাপটা-তে,
তোমার ‘তুমি’কে একটু মেলে ধরবে
আমার আকাশের বক্ষ-তে?



তোমার ‘তুমি’টা একটু হাত বাড়ালে
ভালোবাসার দায়িত্ব, খুঁজে নেয়া_
আমার ‘আমি’টা মনে প্রাণে চাইছে
কুশলী ছলনায় ঈষৎ ছুঁয়ে দেয়া।


তোমার ‘তুমি’টা এতো কি ভাবছো_
টেনে যাচ্ছো একাকীত্বের খেয়া,
আমার ‘আমি’টা আছি তোমার পাশে
খোদার এক অর্পিত দেয়া।


তোমার ‘তুমি’টা শুধু আমার হলেই
জিতে যাই পার্থিব সব চাওয়া,
আমার ‘আমি’টা শুধু তোমায় নিয়েই
স্বপনে বুনে যায় স্বর্গীয় পাওয়া।