কারো মুখে হাসি ফোটাতে খুব ভালো লাগে,
চেষ্টা করি সবসময়
আশপাশের মানুষগুলোকে হাসি-খুশি রাখতে।


নিজে হাসার সময় খুব ভয় হয়,
ভয় হয় বাস্তবতার কথা চিন্তা করে,
মনে হয় আজকের এ হাসি, হাসি নয়
এ সুখ খুব বেশিদিন টিকার নয়।


খুব পীড়া দেয় নিজের মনটা,
যখন অন্যের মুখে হাসি দেখে হাসার চেষ্টা করি।
মনে করিয়ে দেয়
প্রতিটি কাজের সেই আমৃত্যু সত্য ফলাফল,
যা কখনও বদলাবার নয়।


তবুও প্রকৃতি মানুষকে ভাবিয়ে তোলে,
বারবার মনে করিয়ে দেয়
তার একাকিত্বের কথা,
দোদুল্যমান চিন্তার সাগরে তাকে একাকী ফেলে দূর থেকে মজা নেয়।


আসলে সবই একরকম বিচিত্র,
যে যার যার কাজে ব্যাস্ত,
তাই বারবার
প্রতিজ্ঞা করি নিজ কাজে ব্যাস্ত থাকার,
তাহলে সময় পাবো না অন্যকে নিয়ে ভাববার।