থমকে যাওয়া মানুষের জমে থাকে
অসংখ্য পথ অতিক্রমের গল্প,
দ্রুত অতিক্রান্ত সময়ে_
মানব বৈচিত্রের সংস্পর্শে
গল্পগুলো হার মানাতে পারে কল্প।


বিধিবাম হয়তো ভাঙ্গা-গড়ার খেলায়
চৌচির ঢেকে উর্বর হতে ব্যস্ত,
অথবা অলৌকিক কিছুর অপেক্ষায়
সবকিছু ভুলে যেতে_
হয়েছে একক প্রভুর কাছে ন্যস্ত।


মনুষ্য লীলাখেলায়
নিশ্চুপ থেকে অর্থবহ মুচকি হাসিতে_
সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছে হরদম,
অলক্ষ্য বিবেচনায়
প্রেয়সীর মুক্ত স্বাধীনতার বিরোধিতা করবে
কার আছে এতো দম?