যে ছায়াহীন রঙ্গিন স্বপ্ন দেখে
অর্পিতা হলে আমায় ভুলে,
তা অজ্ঞাত পরিচিত ব্যক্তির নিকট
অজানা-ই থাকুক;
মন থেকে চাই প্রেমিক পুরুষটি
যত্ন করে তোমায় খুব বেশি ভালোবাসুক।


যদিও অনিচ্ছায়, তবুও জেনে রেখো!
তোমার চাওয়া আর অভাগার পাওয়া
যদি হয় কভু মুখোমুখি,
তোমার ইচ্ছে-ই সর্বদা খোলা আকাশে উড়ুক।
এতে হৃদয়ে কষ্ট লাগলে লাগুক;
দগ্ধিত কলিজা তোমার স্বরণে
আমরণ পুরিতে থাকুক।