হঠাৎ
কারণে বা অকারণে
মনটা বেজায় খারাপ হয়ে যায়,
কাউকে বুঝতে দিতে ভয় হয়
যদি সেও দুর্বলতার সুযোগ নেয়!


অনিচ্ছা সত্ত্বেও
যখন খারাপ লাগায় ভুক্তভোগী হই_
তখন শুধু মনে প্রাণে এমন এক অস্তিত্বকে চাই,


যে আমাকে
নিরবে নিঃস্বার্থে সঙ্গ দিবে,
পায়ে পা মিলিয়ে হাঁটবে,
যত দূরেই থাকুক না কেন!
তার অস্তিত্ব সর্বদা আমাকে আগলে রাখবে।


অগোছালো এ হৃদয়কে
সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি দিবে,
মুক্তি দিবে_
তৃষ্ণার্ত কাকের মত দিগ্বিদিক ছুটে চলা
ইতি-উতি করা মনটা-কে।


সবকিছুর বিনিময়ে
তার অস্তিত্বটাই মহৎ হবে আমার কাছে,
বিনিময়ে খুঁজে পাবে
অধমের অস্তিত্বও নিজ মাঝে।


ইচ্ছে করে দূরে রাখতে চাইলেও
পারবে না দূরে রাখতে,
দূরে রাখতে চাইলে_
কষ্ট বিনে নিজে সরে যেও আমার পথ থেকে।


চলে যাওয়ার আগে জেনে নিও;
আর কখনও পাশ ফিরে তাকিয়ে দেখবে না
“আমি আছি„
প্রতিবিম্বিত এ দুনিয়ায়_
আমি কোন খেলা খেলিনি আজও মিছেমিছি।